WEST BENGAL PRIMARY TEACHER ELIGIBILITY TEST (TET) FOR CLASSES I – IV, IS CONDUCTED BY WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION

WB TET in the Pattern of SET

West Bengal Primary Teacher Eligibility Test will be in the Pattern of SET /NET. That is if a candidate passed (60% marks) in TET then he / she will also be eligible for next recruitment process with that certificate.



কলেজে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেট, সেটের  আদলেই হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট৷ একবার টেট উত্তীর্ণ হলে আর নতুন করে আর পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের৷ এব্যাপারে নয়া বিধি আনছে রাজ্য৷ এই ভাবনার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷
একবার টেট উত্তীর্ণ মানেই আর নতুন করে পরীক্ষায় বসার দরকার নেই৷ সেক্ষেত্রে টেট উত্তীর্ণ শংসাপত্র দিয়েই পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ মিলতে পারে৷ এমনই ভাবনার কথা জানালেন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য৷ 

SOURCE: http://www.abpananda.newsbullet.in/state/34-more/44080-2013-11-27-14-52-49

No comments:

Post a Comment